E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি

২০১৯ মার্চ ২৩ ১৫:৩১:১৮
রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার : গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করেছে। এমনটি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাবমূর্তি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন।

‘দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন। সারাদেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশনেত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই বেগম জিয়াকে কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন।’

রিজভী বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন। তবে শেখ হাসিনার অপশাসন জনগণ সব শক্তি দিয়ে রুখে দেবে।

এদিন জাতীয় প্রেস ক্লাবের অপর এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কখনও হতাশ হবেন না। হতাশ হওয়ার প্রশ্নই আসে না; আমরা জয়ী হবো-ই হবো।’

সদ্য প্রয়াত কবি আল মাহমুদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এ আলোচনা সভার আয়োজন করে।

ফখরুল বলেন, ‘আমি সবসময় বলি, আমরা কঠিন সময় পার করছি, সময়টা অত্যন্ত কঠিন। এটা কঠিন সময় কিন্তু সহজ সময় হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি, হ্যাঁ আমরা পারব। আমরা এটা করতে পারি, আমরা এ নৈরাজ্য দূর করতে পারব, আমাদের বুকের ওপর যে পাথর আছে সে পাথর সরাতে পারব।’

তিনি বলেন, ‘আমরা যদি আল মাহমুদের মতো আমৃত্যু লড়াই-সংগ্রাম করতে থাকি তাহলে আমরা অবশ্যই পারব এবং আমরা জয়ী হবো-ই; এ বোধ আনতে হবে। এটা না আনতে পারলে আমরা সফল হতে পারব না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘কখনও হতাশ হবেন না। হতাশ হওয়ার প্রশ্নই আসে না; আমরা জয়ী হবো-ই হবো। এ দেশের মানুষ জয়ী হবে। যে রাজনীতি মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, যে রাজনীতি এ মাটির কথা বলে, যে রাজনীতিতে মানুষের গন্ধ পায় সে রাজনীতি কখনও পরাজিত হতে পারে না।’

(ওএস/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test