E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি : ড. কামাল

২০১৯ মার্চ ২৬ ১৪:১৪:৫৯
৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি : ড. কামাল

স্টাফ রিপোর্টার : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যে গণতন্ত্র আদায়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। দেশে এখন সেই গণতন্ত্র অনুপস্থিত। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা এমনটি আশা করিনি। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

তিনি বলেন, শাসনব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে সংবিধানে স্বীকৃতি দিতে পেরেছি। সংবিধান অনুমোদনসহ অনেক কিছু অর্জন করলেও দেশে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি গড়ে তোলা হয়নি। তাই আমরা অনেকগুলো ঘাটতি লক্ষ্য করছি। বর্তমানে যে গণতন্ত্র, আমরা মনে করি সেখানে অনেক ঘাটতি আছে।

তিনি আরও বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ গঠন করতে পারবেন। যে সংসদ সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে এবং জনগণের আশা পূরণ করবে। সেগুলোর কাজ আমাদের সামনে আদায় করার ব্যাপার আছে। ঐক্যবদ্ধ আন্দোলন করে এগুলো অবশ্যই আদায় করবো।

দেশে বর্তমানে কোনো বৈধ সংসদ নেই বলেও দাবি করেন তিনি।

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test