E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াতের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি

২০১৯ মার্চ ২৬ ১৬:২৩:১৪
বিএনপি-জামায়াতের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে ইতিহাসের বর্বরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এখনও সম্ভব হয়নি।’

আজ মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রশ্ন তোলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ। তিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছেন।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৭৫ পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যও ভয়াল ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব হয়নি।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিকে জোরালো করেছি। তার নেতৃত্বেই আমরা জাতিসংঘে ২৫ মার্চের ভয়াবহ গণত্যার স্বীকৃতি আদায় করব।’

(ওএস/এসপি/মার্চ ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test