E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ দলীয় জোটের নেতা হিসেবে নজরুলকে মানতে নারাজ ইবরাহিম

২০১৯ মে ১৫ ১৯:০৩:৩৫
২০ দলীয় জোটের নেতা হিসেবে নজরুলকে মানতে নারাজ ইবরাহিম

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের সমন্বয়কারী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বের প্রতি হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে ২০ দলের প্রধান সমন্বয়কারী কর্নেল অলি আহমদ বীরবিক্রম। এটা আমি নির্বাচনের আগে বলেছি, কিন্তু এটা লিখিত, পঠিতভাবে বলা হচ্ছে না।’

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এলডিপি আয়োজিত ‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি' শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন ইবরাহিম।

২০ দলীয় জোটের কার্যকারিতা নেই বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘২০ দলীয় জোট এই মুহূর্তে কার্যকারিতার লেভেল থেকে নিচে আছে। এটাকে অ্যাফেক্টিভ করা হবে কি হবে না, জানি না। কবে হবে বা হবে না তার জন্য আমি বসে থাকতে পারব না।’

কল্যাণ পার্টি প্রধান বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী ঘরের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। তার মুক্তির জন্য ২০ দলীয় জোটের সিদ্ধান্তের প্রয়োজন নেই। তবে সিদ্ধান্তের প্রয়োজন না থাকলেও আমি বলব ২০ দলীয় জোটে সিদ্ধান্ত হয়েছে। তাই প্রত্যেকটা দল যেন আলাদাভাবে অনুষ্ঠান করে।’

বেগম জিয়ার মুক্তির জন্য কার্যকর আন্দোলন দাবি করে বিএনপি জোটের এই শরিক নেতা বলেন, ‘গণতন্ত্রের মুক্তি এবং বেগম খালেদা জিয়ার মুক্তি সমান্তরাল হয়ে গেছে। গণতন্ত্রের মুক্তি হলে বেগম জিয়ার মুক্তি হবে। তবে ইলেকশনের জন্য বেগম জিয়ার মুক্তির বিষয়টি অপেক্ষা করতে হবে না। কারণ বেগম জিয়ার মুক্তির দাবি অগ্রাধিকার। এ জন্য আমাদের যা যা করণীয় তা করা দরকার।’

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন মানে পাঁচ বছরের মাঝামাঝি হবে- এমন কোনো কথা নেই। এটা একটি রাজনৈতিক শব্দ। যত তাড়াতাড়ি সম্ভব, যেদিনই আমরা আদায় করতে পারি সেদিনই আমরা নির্বাচন চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন চাই। ’

এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া মোহাম্মাদ গোলাম পারোয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, নিলুফার চৌধুরী মনি প্রমুখ বক্তব্য দেন।

(ওএস/এসপি/মে ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test