E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতাদের বক্তব্য শুনলে খালেদা জিয়া উষ্মা প্রকাশ করবেন

২০১৯ মে ২৬ ১৫:২৬:৩৮
বিএনপি নেতাদের বক্তব্য শুনলে খালেদা জিয়া উষ্মা প্রকাশ করবেন

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা শুনলে তিনি (খালেদা জিয়া) নিজেই উষ্মা প্রকাশ করতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (২৬ মে) সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন খালেদা জিয়াকে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার জন্য সরকার সবসময় সচেষ্ট থেকেছে এবং দেশের অভ্যন্তরে যে সর্বোচ্চ চিকিৎসা দেয়া সম্ভব তা দেয়ার চেষ্টা করা হচ্ছে, দেয়া হচ্ছে। বেগম জিয়া যখন পুরনো ঢাকার কারাগারে ছিলেন তখন তার জন্য একজন সার্বক্ষণিক নার্স ছিল। একজন ফিজিওথেরাপিস্ট ছিল, একজন ডাক্তার প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করতেন। অন্য কোনো বন্দির ক্ষেত্রে এটি হয়নি। এছাড়াও নিজের পছন্দের একজন গৃহপরিচারিকা তার (খালেদা) সঙ্গে আছেন। যেটি ভারতীয় উপমহাদেশে অন্য কারো ক্ষেত্রে হয়েছে কি-না সেটি আমার জানা নেই।’

তিনি বলেন, ‘যেহেতু তার আর্থ্রাইটিসের সমস্যা আছে এ কারণে তার জন্য অন্যান্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ব্যক্তিগত চিকিৎসকরা সময়ে সময়ে তার সঙ্গে দেখা করে চিকিৎসা সেবা দিয়েছেন। তারপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।’

‘কিন্তু খালেদা জিয়ার যে অসুবিধাগুলোর কথা বলা হচ্ছে, এগুলো তো বহু বছরের পুরনো সমস্যা। তার হাঁটুর সমস্যা, নি (হাঁটু) ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আজ থেকে প্রায় ১৫ বছরেরও বেশি আগে। এই সমস্যাগুলো নিয়েই তিনি দু’বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি বড় দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই সমস্যাগুলো মাঝে মাঝে বাড়ে এবং মাঝে মাঝে কমে। সুতরাং এগুলো নতুন কোনো সমস্যা নয়। এছাড়া কয়েকদিন আগে তার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছিল, এজন্য তিনি স্বাভাবিকভাবে খেতে পারছিলেন না। জিহ্বায় এই রকম কামড় আমাদেরও লাগে, তখন তো অন্য কেউ কামড় দেয় না। সুতরাং জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছিল সেজন্য তিনি স্বাভাবিকভাবে খেতে পারছিলেন না। সেই সমস্যাও কেটে গেছে।’

‘সরকার তার সর্বোচ্চ চিকিৎসা দিতে সবসময় সচেষ্ট ও দিয়ে আসছে। কিন্তু বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, এগুলো যদি বেগম খালেদা জিয়া জানতে পারেন, আমার মনে হয় তখন তিনি নিজেই বিএনপি নেতাদের ওপর উষ্মা প্রকাশ করবেন, বলবেন ‘আমাকে তোমরা এভাবে মেরে ফেলছ কেন, কথার মাধ্যমে’ বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান।

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের বলব এভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করার জন্য।’

গণতন্ত্র রক্ষার জন্য সরকার বিরোধী ঐক্য গড়ে তোলার কথা বলেছেন ড. কামাল- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘ড. কামাল সরকার বিরোধী ঐক্য গড়ে তোলার জন্য গুরুত্বারোপ করেছেন, এটা খুব ভাল। কিন্তু যে ঐক্যফ্রন্ট করেছেন, সেই ঐক্যফ্রন্টেতো ঐক্য নেই। সেই ঐক্যফ্রন্ট থেকে তো অনেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গেছেন। নিজেদের ঐক্যই যারা ধরে রাখতে পারেন না। তারা বৃহত্তর ঐক্যের কথাই বলবেন শুধু, এর বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না।’

সম্প্রচার আইনের অগ্রগতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আইন করতে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। হুট করে করা যায় না। এছাড়া সম্প্রচার আইনটি একটি সংবেদনশীল আইন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে, সবার মতামতের প্রতিফলন ঘটিয়ে নীতিমালা করা হয়েছে। কিন্তু আইন করতে আমাদের যত্নবান হতে হচ্ছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে, সেখান থেকে খুব সহসা পাব বলে আশা করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত এটি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন সংবাদপত্রের সংখ্যা যেমন বেড়েছে একই সঙ্গে অনলাইন গণমাধ্যমেরও ব্যাপক বিকাশ ঘটেছে। বাংলাদেশে ১০ বছর আগে হাতে গোনা কয়েকটি অনলাইন পত্রিকা ছিল। এখন সাড়ে ৩ হাজারের বেশি অনলাইন পত্রিকা আছে। যেগুলোকে আমরা খুব সহসাই নিবন্ধনের আওতায় আনব। এখন যে কেউ একটি অনলাইন পত্রিকা খুলে বসছে, কোনো নিবন্ধন নিতে হচ্ছে না। এভাবে তো হওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘সম্প্রচার আইন পাস হলে এক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

(ওএস/এসপি/মে ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test