E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন: মওদুদ

২০১৯ জুন ০৪ ২২:৫৩:৪৬
খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন: মওদুদ

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রশংসিত অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এবং খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তি ইনশা আল্লাহ হবে। কেউ ঠেকাতে পারবে না, যতই তারা চেষ্টা করুক না কেন, তাঁকে জেলখানায় রেখে কষ্ট দেওয়ার।

বিএনপি নেতা মওদুদের কথা, ‘এটা এখন সময়ের ব্যাপার । আমরা বিশ্বাস করি, খুব শীঘ্রই খালেদা জিয়া মুক্ত হবেন এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।’

মওদুদ আহমদ বলেন, ‘সকলকে মনে রাখতে হবে, কঠিন সময় সব সময় থাকে না। প্রত্যেকটা বিপদের পর একটা রিলিফের ব্যবস্থা রাখে আল্লাহ। ইনশা আল্লাহ আবার সুদিন ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।’

বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সাবেক সাংসদ হাসনা জসিমউদদীন মওদুদ, উপজেলা বিএনপির সহসভাপতি আহছান উল্যাহ মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, প্রবাসীকল্যাণ সমিতি সৌদি আরব শাখার সভাপতি আলা উদ্দিন জিকু, চর হাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

(ওএস/পিএস/০৮ জুন, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test