E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দল গোছানো শেষ করে কঠোর আন্দোলনে যাবে বিএনপি

২০১৪ এপ্রিল ১৬ ১৭:০৭:০৫
দল গোছানো শেষ করে কঠোর আন্দোলনে যাবে বিএনপি

স্টাফ রিপোর্টার : বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত গুছিয়ে এবার আন্দোলনে নামতে চান দলটির চেয়ারপাসন খালেদা জিয়া। এজন্য তিনি জেলা পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে এনে তাঁদের কথা শুনছেন। প্রতিটি কমিটিকে সচল ও গতিশীল করতে নানান দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। জানা গেছে আগামী জুনের পরে জাতীয় কাউন্সিল সম্পন্ন করার পর কঠোর আন্দোলনে যাবে বিএনপি৷

বিএনপি এখন ঘর গোছানোর দিকেই মনযোগী৷ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতসহ ইসলামী দলগুলোর সঙ্গে এক ধরণের দূরত্ব তৈরি হয়েছে তাদের৷ তাই জুনের আগে সরকারবিরোধী কোনো কঠোর আন্দোলন কর্মসূচি দিচ্ছে না বিএনপি৷ ডয়চে ভেলে আজ তাদের এক প্রতিবেদনে এসব তথ্যসহ বলেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই দূরত্ব আরো বেড়েছে৷

এদিকে সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তারা এখন সংগঠন গোছানোর কাজ করছেন এবং এরপরই তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুর করবেন। ঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভায় তিনি একথা বলেন। দল গোছানোর অংশ হিসেবে এরই মধ্যে বিভিন্ন জেলার বিএনপি নেতৃবৃন্দকে ডেকে বৈঠক করছেন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্যান্য জেলার নেতৃবৃন্দের সাথেও বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, যেসব জেলায় কমিটি নিয়ে গোলমাল আছে, একটি কমিটির জায়গায় দুটো কমিটি আছে কিংবা পূর্ণাঙ্গ কমিটি নেই, সেসব জায়গাগুলোতে আগে হাত দেয়া হচ্ছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বিবিসিকে বলেন,'সরকারেরর বিরুদ্ধে আন্দোলনে নামার আগে দলকে সংগঠিত করে তোলাই জরুরী বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে বিভিন্ন জেলা কমিটিসহ অন্যান্য কমিটির পূণর্গঠনের জন্য কাজ শুরু হয়েছে"

বিএনপির আন্দোলন নিয়ে সরকারি দলের নেতারা নানান কটাক্ষ করেন মাঝেমাঝেই। সম্পতি শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া এর জবাব দিয়েছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‘যারা যাই মনে করুক, যখন মনে করব আন্দোলনের সময় হয়েছে, আমরা প্রস্তুত, তখন আন্দোলন করব৷ কারও কথায় আমরা চলি না৷''

চূড়ান্ত আন্দোলনে নামার আগে দল গোছানোর উদ্যোগ নিয়েছে বিএনপি৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে করা আন্দোললের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধড়পাকরের মধ্যে দলটির তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী জেলে রয়েছেন ৷ তাই তৃলমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি কমিটিকে সচল ও গতিশীল করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন খালেদা জিয়া। দলের একাধিক নীতি নির্ধারক প্রিয়.কমকে জানান, তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার পরে খালেদা জিয়া পরবর্তী আন্দোলন কর্মসূচীর বিষয়ে দিক-নির্দেশনা দেবেন৷ এছাড়া দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার সফর করবেন।

এদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘দল শক্তিশালী না হলে বড় কোনো আন্দোলন সফল হয় না৷ তাই দলকে গোছানোর ওপরই খালেদা জিয়া এখন জোর দিচ্ছেন৷ বিশেষ করে জেলা-উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে দল গোছানোর কাজ শুরু হয়েছে৷'' তিনি জানান, ‘‘জুনের পরে জাতীয় কাউন্সিল হতে পারে৷ এরপরই হয়ত কঠোর আন্দোলনে যাবে বিএনপি৷''

বিএনপির জেলা পর্যায়ের নেতারাও দলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেন। ঢাকায় আন্দোলন জোরদার করতে না পারার জন্য ঢাকা মহানগর কমিটিকেই বেশি দায়ী করা হয়। এতো অভিযোগের পরেও বিএনপির ঢাকা মহানগরেও এখনো পর্যন্ত কমিটি তৈরী হয়নি । কেন্দ্রীয় কমিটির জন্য জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হয়নি অনেকদিন। এনিয়ে ধীরগতিরও অভিযোগ রয়েছে নেতাকর্মীদের মাঝে।

গত ৫ই জানুয়ারীর নির্বাচনের পর থেকে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকবার দল সংগঠিত করার কথা বলা হয়েছে। আহমেদ আজম খান জানান, ‘‘জুনের পরে জাতীয় কাউন্সিল হতে পারে৷ এরপরই হয়ত কঠোর আন্দোলনে যাবে বিএনপি৷'' তবে আসছে জুন-জুলাই মাসে রমজান ও ঈদ থাকায় বিএনপির আন্দোলন কর্মসূচি চলতি বছরের শেষ দিকে জোরদার হবে বলেই দলটির সক্রিয় নেতা কর্মীদের ধারণা।

(ওএস/এটি/এপ্রিল ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test