E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতাল ‘সফল’ দাবি করে দেশবাসীকে ন্যাপের অভিনন্দন

২০১৯ জুলাই ০৭ ১৬:৩৩:৪০
হরতাল ‘সফল’ দাবি করে দেশবাসীকে ন্যাপের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালকে ‘সফল’ দাবি করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেন, ‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত হরতাল পালনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা এই মূল্যবৃদ্ধি মানে না।’

তিনি বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। বিশ্ববাজারে গ্যাসের দাম যেখানে কমছে সেখানে বাংলাদেশে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করে লুটেরাদের স্বার্থে জনগণের পকেট কাটা হচ্ছে, সরকারের দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণ নেবে না। তাই জনগণের এই হরতাল পালিত হলো। দেশবাসী স্বতস্ফূর্তভাবে হরতাল সফল করা হয় দলের পক্ষ থেকে আমি দেশবাসীকে অভিনন্দন জানাই।’

রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলাকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও এনডিপি আয়োজিত পল্টন মোড়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, ‘গণশুনানিতে রাজনীতিক ও বিশেষজ্ঞদের বক্তব্য অগ্রাহ্য করে বিইআরসি অযৌক্তিভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করায় জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বাড়বে। শিল্প-কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় শিল্পপণ্যের দাম বৃদ্ধি পাবে। বিদ্যুৎকেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের দাম বৃদ্ধি করায় বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে শিল্পপণ্যসহ, কৃষি-সেচে ব্যয় বৃদ্ধি পাবে। এভাবে ব্যয় বৃদ্ধির ফাঁদে জনগণ নিপতিত হবে। জনগণের জীবন নির্বাহের ব্যয় বাড়বে। তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া হবে।’

ন্যাপ মহাসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমায় ভারতে সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার এলএনজি, এলপিজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য সিলিন্ডার গ্যাসের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে।

তিনি অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম বর্তমান বাজার দামের অর্ধেকে কমিয়ে আনার দাবি জানান।

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, মহিলা সম্পাদিকা সাদিয়া ইসলাম ইমন, এনডিপি ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক আবু রায়হান প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test