Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে : বিদিশা

২০১৯ জুলাই ১৫ ১৮:০৩:৫৭
কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে : বিদিশা

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা দেশে ফিরেছেন। তবে দেশে ফিরে তিনি অভিযোগ করেছেন, বাধার কারণে এরশাদের মরদেহ দেখতে পাচ্ছেন না। এমনকি তার সন্তান এরিক এরশাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে পারছেন না।

রবিবার (১৪ জুলাই) এরশাদের মৃত্যুর সময় ভারতের আজমির শরিফে ছিলেন বিদিশা। দেশে ফেরার পর সোমবার (১৫ জুলাই) দুপুরে ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসেও বাধার শিকার আমি। কোথায় স্বামীর লাশ, কোথায় ছেলে?’

তিনি আরও লেখেন, ‘আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করা তো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন, তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

এর আগে গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর বিদিশা তার ফেসবুক পেজে লেখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমির শরিফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়ায়, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

রবিবার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test