E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড চান বি. চৌধুরী

২০১৯ জুলাই ১৮ ১৫:৪২:২৯
ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড চান বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ধর্ষকের শাস্তি যাবজ্জীবন থেকে আমৃত্যু কারাদণ্ড করার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার (১৮) জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন আইনের (২০০৩) প্রয়োগে’র দাবিতে এক মানববন্ধনে তিনি দাবি জানান।

বি. চৌধুরী বলেন, ‘১২ বছরের নিচের শিশু যারা ধর্ষণ করে, তারা মানুষ হতে পারে না। আজকে ভারতবর্ষে আইন পাস করা হয়েছে, ১২ বছরের নিচের শিশুদের যারা ধর্ষণ করবে, তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু যেখানে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে, সেখানে যাবজ্জীবন কেটে আমৃত্যু কারাদণ্ড দিতে হবে। এ ব্যবস্থা আপনি (প্রধানমন্ত্রী) করুন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আজকে ধর্ষণের সংখ্যা বাড়ছে। এই লজ্জা সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট করে দিয়েছে। আজকে আমাদের মায়েরা, মেয়েরা, কন্যারা কেউ নিরাপদ নয়। স্কুলে তারা নিরাপদ নয়, বাড়িতে নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয় নিরাপদ নয়, এমনকি মাদরাসায় নিরাপদ নয়। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মহিলা, আপনি একজন মা। সেই হিসেবে সারা দেশের সঙ্গে আমরা কণ্ঠ মিলিয়ে বলছি, আমাদের দাবি মানতে হবে। আজকে যে ধর্ষণের সংখ্যা বেড়েছে তা জাতির জন্য, ইতিহাসের জন্য বড় লজ্জার। ধর্ষণের জন্য বড় বড় আইন আছে কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখতে পাই না। যেভাবে আইন প্রয়োগ করার কথা ছিল সেভাবে আইন প্রয়োগ করা হচ্ছে না। ‘

মানববন্ধনে বিকল্পধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test