E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যাকবলিত এলাকা দুর্গত ঘোষণার দাবি ইরানের

২০১৯ জুলাই ১৯ ১৫:২৭:৪১
বন্যাকবলিত এলাকা দুর্গত ঘোষণার দাবি ইরানের

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‘বাংলাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা দুর্গত হিসেবে সরকারের ঘোষণা করার অবস্থায় চলে এসেছে।’

তিনি বলেন, ‘আমরা জানি সরকার যদি একটি এলাকা দুর্গত হিসেবে ঘোষণা করে তবে সে এলাকার মানুষ অনেক সুযোগ-সুবিধা পায়, ত্রাণ পায়, বেঁচে থাকার একটা অবলম্বন পায়। তাই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আমি দুর্গত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সাতকানিয়া-লোহাগাড়ার সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়া চন্দনাইশসহ সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব বলেন।

২০ দলীয় জোটের শীর্ষ নেতা বলেন, ‘রাষ্ট্র কখনও কোনো দলের হতে পারে না। ত্রাণ মন্ত্রণালয়ে যারা আছেন এখানে আওয়ামী লীগের কোনো লোক নেই সেখানে যারা কর্মরত তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের করের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের দুঃখ-দুর্দশায় বন্যাকবলিত এলাকাগুলোতে অবিলম্বে দুর্গত ঘোষণা করে সেখানে দ্রুত পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আজকে আমাদের প্রতিবেশী ভারতের যখন পানির প্রয়োজন হয় তখন আমাদের এক ফোঁটা পানিও দেয় না কিন্তু বৃষ্টির দিনে যখন আমাদের পানি প্রয়োজন হয় না তখন তারাক ফারাক্কার বাঁধগুলোর গেট খুলে দিয়ে আমাদের পানিতে ডুবিয়ে মারে।’

সাতকানিয়া-লোহাগাড়া সচেতন নাগরিক পরিষদের আহ্বায়ক কবি ইকবাল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাডভোকেট সাইফুর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test