E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বিএনপি-জামায়াতের কর্মসূচি মোকাবেলা করবে আ.লীগ'

২০১৪ জুলাই ৩১ ১০:০৮:৪০
'বিএনপি-জামায়াতের কর্মসূচি মোকাবেলা করবে আ.লীগ'

চাঁদপুর প্রতিনিধি : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁদপুর বিকল্প নৌ টার্মিনালে যাত্রীবাহী এমভি ঈগল-৩ লঞ্চ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামায়াতের যে নাশকতা আর ধ্বংসাত্মক কার্যক্রম তা আর মানুষ মেনে নেবে না। মানুষ তা চায় না। মানুষ শান্তিতে থাকতে চায়। তারপরেও আন্দোলনের নামে যদি কোনো সংহিসতা বা নাশকতা করা হয় তাহলে অবশ্যই দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারের যা করণীয় তাই করবে।

এমপি বলেন, আমরা তো একেবারে নিকট অতীতে দেখেছি তারা আন্দোলন বলতে কি বুঝায়। তাদের আন্দোলনের মানে হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা। মানুষের জানমাল ও দেশের অর্থনীতি ধ্বংস করার অপচেষ্টা চালানো। যেভাবে তারা নারী-শিশু হত্যা করেছে সেটি কোনো দিন-ই আন্দোলন হতে পারে না। যে কারণে আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না।

দীপু মনি আরো বলেন, এখন দেশ ভালো ভাবে এগিয়ে যাচ্ছে। যেখানেই কোনো সমস্যা হচ্ছে সরকার সেগুলো সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করছে। দেশের মানুষ শান্তি চায়, সমৃদ্ধি চায়। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ লঞ্চ মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test