E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা কারামুক্ত থাকলে ডেঙ্গু মোকাবিলায় মানুষের ঢল নামতো

২০১৯ আগস্ট ০৮ ১৫:৩৩:৪৫
খালেদা কারামুক্ত থাকলে ডেঙ্গু মোকাবিলায় মানুষের ঢল নামতো

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্ত থাকলে ডেঙ্গু সচেতনতায় মানুষের ঢল নামতো বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে তিনি এমন মন্তব্য করেন।

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ হওয়ায় ডেঙ্গু মহামারিতে রূপ নিয়েছে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়া কারাবন্দি না থাকলে আরও বেশি জনসচেতনতা তৈরি হতো। ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে আরও বেশি মানুষের ঢল নামতো। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের ব্যাপারে উদাসীন। এছাড়া ডেঙ্গু নিয়ে দায়িত্বশীলরা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। ব্যর্থতা আড়াল করতে ডেঙ্গু নিয়ে গণমাধ্যমের ওপরও দায় চাপানো হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এ সময় জাসাস কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, শিবা শানু, শায়লা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test