E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এতগুলো ক্যাসিনোর ভাগ কাদের পকেটে যেত : প্রশ্ন রিজভীর

২০১৯ সেপ্টেম্বর ৩০ ১৬:২২:৫৪
এতগুলো ক্যাসিনোর ভাগ কাদের পকেটে যেত : প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার না হওয়া প্রসঙ্গে সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তাদের হাতে পুলিশ, তাদের হাতে র‌্যাব কিন্তু তা-ও নাকি একটি লোককে খুঁজে পাচ্ছে না। সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে-এই তামাশা কেন? এটা কি মানুষ বোঝে না? এতগুলো ক্যাসিনোর ভাগ কাদের পকেটে যেত?’

সোমবার (৩০ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘অনেক লোক দেখলেই আওয়ামী সরকার আতঙ্কিত হয়ে ওঠে কী জানি আমাদের দিক যদি ধেয়ে আসে! কারণ ওরা তো অপরাধী, ওরা তো অবৈধ সত্তা নিয়ে ক্ষমতায় বসে আছে, মধ্যরাতের নির্বাচন দিয়ে ক্ষমতায় আছে। লোকদেখানো দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আপনারা অপকর্ম মধ্যরাতের নির্বাচন, ভোট ডাকাতি ধামাচাপা দিতে পারবেন না।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার ভয়ে বন্দী করে রেখেছে। জনতার ভিড় দেখলেই ভয়ে সরকার আতঙ্কিত হয়ে ওঠে। জনসভা গণতন্ত্রের একটি অন্যতম দিক। মত প্রকাশের স্বাধীনতা থাকলে মিছিল হবে, জনসমাবেশ হবে কিন্তু ওরা অনেক লোক একত্রিত হলেই ভয় পায়। রাজশাহীর জনসভায় নেতাকর্মীরা নাটোর থেকে আসবে, বগুড়া থেকে আসবে, সিরাজগঞ্জ থেকে আসবে, পাবনা থেকে আসবে কিন্তু সরকার মনে মনে বাধা দিয়ে জনসভাকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু সেই জনশ্রোত আপনি (প্রধানমন্ত্রী) মাটির বাঁধ, লোহার বাঁধ দিয়েও আটকে রাখতে পারেননি। পথে পথে বাধা, গ্রেফতার অতিক্রম করে জনসভা সফল হয়েছে।’

দুর্নীতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের পুরো কাপড়টা ময়লা দুর্নীতিতে ভিজে আছে। আপনি প্রধানমন্ত্রী এখন আমেরিকা থেকে বলছেন, দুর্নীতির জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আপনি কি জানেন প্রধানমন্ত্রী, গরিব মানুষের হকের টাকা যায় ত্রাণের তহবিলে? সেখানে মাত্র চার টাকা ভাগে করে পায় গরিব মানুষেরা আর আপনার থানার লোক, দলের ওয়ার্ড লেভেল একটা নেতাকর্মীর চার-পাঁচটা করে বাড়ি। আপনি কি অন্ধ হয়ে গিয়েছিলেন? আপনি কি কোনো দিন তাকিয়ে দেখেননি কী কী ঘটনা ঘটছে?’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি কি জানতেন না পার্লামেন্টে আপনার এক এমপি বললেন, ওই মিরপুরে বাড়ি বিক্রি করে নির্বাচন করেছেন ২০০৮ সালে? আবার সেই এমপি বললেন, যদি সরকারি টাকা না থাকে তাহলে আমি নয়াবাজার থেকে গাবতলী পর্যন্ত আমি আমার টাকা দিয়ে ফ্লাইওভার করে দেব। সেদিন তো আপনি বললেন না, আপনি বাড়ি বিক্রি করে নির্বাচন করছেন, তাহলে এত টাকা কোথা থেকে এলো? আপনি তাদেরকে পালন করেছেন, আপনি তাদেরকে ভরণপোষণ করেছেন। আপনি তাদের ফুল ফুটে ওঠার সুযোগ দিয়েছেন আর এখন মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করছেন। শাকের ফাঁকফোকর দিয়ে জনগণ কিন্তু ঠিকই সেই মাছ দেখতে পাচ্ছে। মৃগেল মাছের টুকরো ইলিশ মাছের টুকরো কিন্তু জনগণ দেখে ফেলেছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা নেসারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় মিলাদ মাহফিলে বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দল নেতা মো. মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test