E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয় পার্টির শোক

২০১৯ নভেম্বর ০৪ ১৮:৪৮:৩০
সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয় পার্টির শোক

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা সাদেক হোসেন খোকার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, আমাদের প্রিয় সাদেক হোসেন খোকা আর আমাদের মাঝে নেই। নিউইয়র্কের ম্যানহাট্টান ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে সার্বভৌমত্ব সংরক্ষনের আরো কঠিনতর রাজনৈতিক সংগ্রামে তিনি ছিলেন এক অকুতোভয় বীর সেনানী। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

একইসাথে আমরা তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে যে মাটির মুক্তির সংগ্রামের জন্য তিনি অনন্য ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে ঢাকা মহানগরীতে গেরিলা অপারেশন স্কোয়াডে দু:সাহসিক দায়িত্ব সম্পন্ন করেছিলেন সে বাংলার মাটিতে তাকে সমাধিস্থ করার সুযোগদানের জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

(পিআর/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test