E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনা ছাড়া আ. লীগে কেউই অপরিহার্য নয়

২০১৯ নভেম্বর ১৫ ১৫:৩৫:৩৭
শেখ হাসিনা ছাড়া আ. লীগে কেউই অপরিহার্য নয়

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে কেউই অপরিহার্য নয়। এমনকি আমি নিজেও না। এখন যদি শেখ হাসিনা আমাকে বাদ দেয় তাহলে সেটা মেনে নিতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে একমাত্র শেখ হাসিনা অপরিহার্য। আমাদের মতো নেতা না থাকলেও কোনো ক্ষতি নেই। কিন্তু শেখ হাসিনাকে থাকতেই হবে। কারণ শেখ হাসিনা দেশকে যত দূর নিয়ে গেছেন, দেশের মানুষের মধ্যে যে আশা জাগিয়েছেন তাতে তার কোনো বিকল্প নেই। দলকেও শক্তিশালী করে গড়ে তুলেছেন। এ কারণেই শেখ হাসিনা অপরিহার্য।’

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি জোরেই চলছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের পরপরই মূল দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত একটি মঞ্চেই সব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের সম্মেলনও এই মঞ্চেই অনুষ্ঠিত হবে। এবারও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনে কে নেতা হবেন আর কে বাদ পড়বেন তা নির্ভর করছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওপর। আমাকেও উনি বাদ দিতে পারেন আবার রাখতেও পারেন। বাদ দিলেও আমাকে সেটা মেনে নিতে হবে। দলে আরও অনেক নেতা আছে তাদেরও খায়েশ থাকতে পারে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test