E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোহাম্মদপুরে ঢাকা উত্তরের ৩১নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

২০১৯ নভেম্বর ২১ ১৪:৩৩:১৯
মোহাম্মদপুরে ঢাকা উত্তরের ৩১নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেস সফলভাবে সম্পূর্ণ করতে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ৩১ নং যুবলীগের আয়জনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায়।

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলের ডিএনসিসি মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত যুবলীগের ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ৩১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন বাবুল। এবং অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৩১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি উপ কমিটির সদস্য এবং 'দৈনিক বাংলা ৭১'র সহকারী সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগনেতা মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের মধ্যে সবচেয়ে একটিভ ইউনিট হচ্ছে মোহাম্মদপুরের ৩১ নং ওয়ার্ড যুবলীগ। তাদের মধ্যে একতা বা ঐক্যের যে চিত্র আমি দেখেছি তা নজির বিহীন। আর যুবলীগের এতো দুর্নাম শুনি যে, মাঝে মাঝে নিজেকে এই সংগঠনের কর্মী পরিচয় দিতেও অস্বস্তি বোধ করি। কিন্তু আপনাদের দেখলে আমি গর্ববোধ করি আর ভাবি, আপনাদের মতো তৃনমূল নেতাকর্মীই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সব সময় আশা করেন। কোন সংগঠনের কোন কর্মী খারাপ কিছু করলে, ঐ ব্যক্তির দোষে সংগঠনটিকেও দোষী হতে হয়, যদিও কোন ব্যক্তির দায় কোন সংগঠন নিতে চায় না! তবে কোন কর্মীর দায় দায়িত্বশীল নেতাকেই নিতে হয়।

রিয়াজ জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস যেমন যুবলীগের কাছে চ্যালেঞ্জের, তেমনি জননেত্রী শেখ হাসিনার কাছেও চ্যালেঞ্জের বিষয়! যুবলীগের প্রতিটি ইউনিটেই চুপিসারে ভুত ডুকে গেছে, এই ভুতগুলোকে লাথি মেরে বের করতে যুবলীগের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে আমরা আশা করি- যিনি দক্ষ, পরিক্ষিত, ত্যাগী এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। এমন নেতা বর্তমান কেন্দ্রীয় যুবলীগে একজনই আছেন, যার নাম মোঃ ফারুক হোসেন। আমরা চাই কেন্দ্রীয় যুবলীগের প্রেডিসিয়াম সদস্য মোঃ ফারুক হোসেনের মতো কেউ আসুক আমাদের যুবলীগের কান্ডারী হয়ে! বর্তমান সময়ের চাহিদায় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেনেই যুবলীগের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন বলে মনে করেন এই নেতা!

তিনি আরো বলেন, মোঃ ফারুক হোসেন মতো সাংগঠনিক নেতা যদি চেয়ারম্যান হন তবে, তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঢেলে সাজাবেন এবং তৃণমূল দিকে সব সময় খেয়াল রাখবেন বলে মবে করেন তৃনমুল পর্যায়ের প্রতিটি নেতা কর্মী। যুবলীগের ৭ম কংগ্রেস দেশের প্রতিটি যুবলীগ নেতাকর্মীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপর আস্থা রেখে যুবলীগ নেতা রিয়াজ মোহাম্মদপুরের যুবলীগের সকল নেতাকর্মীকে দেশ ও দলের জন্য এক যোগে কাজ করার পরামর্শ দেন ও সবার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে যুবলীগের ওয়ার্ড নেতারা তাদের বক্তৃতায় আগামী ২৩ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস সফল করার লক্ষ্যে, উত্তর যুবলীগের সকল নির্দেশনা মেনে একযোগে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। সঞ্চালন করার সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক বাবু বলেন, আমাদের ৩১ নং ওয়ার্ড এখনো বিরোধী রাজনৈতিক বেড়াজালে বন্দি রয়েছে, আওয়ামী লীগের জন্য এই ওয়ার্ড এখনো স্বাধীন হয় নাই, আমাদের ওয়ার্ডের কমিশনার পদটিও বিরোধী এখনো দলের হাতে, আমরা ওয়ার্ড যুবলীগ এই ওয়ার্ডকে এবার থেকেই স্বাধীন করে আওয়ামী লীগের করে রাখবো ইনশাআল্লাহ। বিরোধী সকল অপশক্তি আমরা রুখে দিতে সক্ষম হবো বলে আশা প্রকাশ করেন বাবু।

সভাপতির সমাপনী বক্তৃতায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন বাবুল বলেন, আমরা ৩১ নং ওয়ার্ড যুবলীগ ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্যতম সফল ও শক্তিশালী ইউনিট হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে স্বচ্ছতা ও নীতিনৈতিকতা নিয়ে দেশ ও দলের জন্যে কাজ করে যাচ্ছি। আমরা কখনও এমন কোন কাজ করি নাই যাতে করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বদনাম হয়।

আমরা দলের তৃনমুল পর্যায়ের নেতা কর্মী! আমরা চাই এবারের কংগ্রেসে এমন নেতা আসুক যারা আমাদের খোঁজ নিবেন, যারা আমাদের মতোই তৃনমুল থেকে উঠে এসেছেন।

বাবুল আফছোস করে বলেন, আমার ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা অর্থনৈতিক ভাবে গরীব আর তাই আমরা যুবলীগের সফল ইউনিট! দল ক্ষমতায় কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার আমার কোন নেতা কর্মী করে নাই। আমরা রাজনীতি করেছি শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলায় সহায়তা করতে। আমরা টাকা খাইতে রাজনীতি করতে আসিনি, আর সময় এবং বর্তমান যুবলীগের চিত্রই বলে দেয়, আমরা কতোটা সৎ থেকে আওয়ামী রাজনীতি করে আসছি। সুতরাং আমরা আমাদের নগর নেতাদের মুখ উজ্জ্বল করেছি, নিজ দল বা নিজ সংগঠন আমাদের স্বীকৃতি না দিলেও আমরা সফল এটাই সত্যি।

বাবুল আরো বলেন, আমি আমার ৩১ নং ওয়ার্ড যুবলীগের সকল নেতা-কর্মীর জন্য তাই আজ গর্বিত, আমার প্রতিটি নেতাকর্মীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিতে চাই কারণ, ৩১ নং ওয়ার্ড যুবলীগের মতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দলের জন্যে নিবেদিত প্রাণ আওয়ামী লীগকর্মী এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর! পরিশেষে ৭ম জাতীয় কংগ্রেসে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আদেশ সফলভাবে সম্পুর্ন করার আশাবাদ ব্যক্ত করে কংগ্রেসের সাফল্য কামনা করেন সভাপতি বালুল!

মোহাম্মদপুর টাউন হলে অবস্থিত ৩১ নং যুবলীগের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় যুবলীগের প্রায় সকল নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

(আর/এসপি/নভেম্বর ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test