E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে, আইনের দ্বারা নয়'

২০১৪ আগস্ট ০৭ ১৯:০০:২৩
'অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে, আইনের দ্বারা নয়'

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তোবা গার্মেন্টসের অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণে আবারও প্রমাণিত হলো বাংলাদেশ অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে, আইনের দ্বারা নয়।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত ও অনশনরত তোবা গার্মেন্টস গ্রুপের শ্রমিকের ওপর পুলিশের অমানবিক নির্যাতনের প্রতিবাদে এ বিবৃতি দেয়া হয়।

ফখরুল বলেন, দেশে বর্তমানে বর্বরদের শাসন চলছে। সভ্য সমাজের মানুষ হিসাবে আমার একথা ভাবতেও ঘৃণা হচ্ছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যখন তোবা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোচ্চার তখন সরকার শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

তোবা গার্মেন্টসের অসহায় শ্রমিকদের বেতন-বোনাস বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ হায়েনার মতো অনশনরত শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক লাঠিচার্জের ঘটনাকে মধ্যযুগীয় অন্ধকারের সঙ্গে তুলনা করেন।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা গালভরা বুলি আওড়াচ্ছেন তারা ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। প্রশাসনকে তারা নিজেদের লোক দিয়ে সাজিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেন ফখরুল।

ফখরুল বলেন, দেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকারি মদদপুষ্ট বিজিএমইএ চাইলেই পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ইচ্ছাকরেই তারা তা করছে না।

শিগগির তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেয়ার যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

(ওএস/অ/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test