E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে মেয়র পদে নৌকার মাঝি হতে চান ১৯ জন

২০২০ ফেব্রুয়ারি ১৫ ১৫:২০:৩৯
চট্টগ্রামে মেয়র পদে নৌকার মাঝি হতে চান ১৯ জন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৯ জন। তাদের মধ্যে দুজন সাবেক মেয়র রয়েছেন। রয়েছে অনেক আনকোরা মুখও।

দলটির নেতাকর্মীরা বলছেন, বর্তমান মেয়র আ জ ম নাছিরের কর্মকাণ্ড নিয়ে দলের ভেতরে থাকা অস্বস্তি আর সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বাদ পড়ার পরিস্থিতি চট্টগ্রামের মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড় উন্মুক্ত করে দিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‌‌‘এ পর্যন্ত ১৯ প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সর্বশেষ আজ (শুক্রবার) মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, এরশাদুল আমীন, ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন ও ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীপক কুমার পালিত।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের মোট ওয়ার্ড ৪১টি, সংরক্ষিত নারী আসন ১৪টি। এর বিপরীতে ৪০৬ জন মনোনয়নপ্রত্যাশী কাউন্সিলর ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় সব মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণভবনে আসবেন। তারা সেখানে রাতের খাবারও খাবেন। আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন সেখানেই তা ঘোষণা হতে পারে।’

মেয়র পদে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, এ কে এম বেলায়েত হোসেন, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সিডিএ’র সাবেক চেয়ারম্যান ও নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাবেক মেয়র এম মনজুর আলম।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র রেখা আলম, মেজর (অব.) এমদাদুল ইসলাম, সদ্যপ্রয়াত চট্টগ্রাম-৮ আসনের এমপি মাইনুদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র হেলাল উদ্দিন চৌধুরী তুফান, এমপি ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন, লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীপক কুমার পালিত, মো. ইনসান আলী।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এমন খবর চাউর হলেও শুক্রবার রাত ১২টা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামী মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয় সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ঢাকায় দলীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test