E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রিফিংয়ের নামে করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি

২০২০ মার্চ ২০ ১৫:৫৬:০১
ব্রিফিংয়ের নামে করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি

নিউজ ডেস্ক : করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ের নামে বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘করোনা একটি বৈশ্বিক দুর্যোগ। এটির কারণে সারাবিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা খেয়াল করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নিজেকে ডাক্তার পরিচয় নিয়ে গুজব ছড়াচ্ছেন। আর একটি বিষয়, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন ব্রিফিংয়ের নামে করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আতঙ্ক তৈরি করা হচ্ছে। বিএনপির এ সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর মধ্যে যোগসাজস আছে।’

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘একটি গোষ্ঠী সবসময় জনগণের আতঙ্ক পুঁজি করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়ে থাকে। এর পেছনে থাকে রাজনৈতিক মদদ। ইতোপূর্বে ছেলে ধরা গুজবও ছড়ানো হয়েছিল। একজন ডাক্তার তার আত্মীয়র সাথে কথা বলছেন, সেটা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে। এর সবই গুজব ছড়ানোর কৌশল। আমাদের কারিগরি টিমগুলো কাজ করছে, এসব গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত পদক্ষেপ নেয়ার পরও আমরা করোনা ঠেকাতে পারিনি। অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি দেখভাল করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমাদের দলীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলন করে প্রতিদিনই এ বিষয়ে জানানো হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আসলে ইতালিসহ ইউরোপের উন্নত দেশগুলোও সেটা করতে পারেনি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। সুস্থ থাকার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। আশার কথা হচ্ছে, যেখানে এ ভাইরাসের উৎপত্তি হয়েছিল, সেই উহানে পরিস্তিতি এখন স্বাভাবিক হচ্ছে।’

(ওএস/এসপি/মার্চ ২০, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test