E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ হাজার পরিবারকে সহযোগিতা করবে গণফোরাম

২০২০ মার্চ ৩১ ১৪:৪৯:৫০
২০ হাজার পরিবারকে সহযোগিতা করবে গণফোরাম

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের প্রভাবে দেশজুড়ে অনানুষ্ঠানিক লকডাউনের কারণে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঢাকাসহ সারাদেশে নিম্নবিত্ত ও দুঃস্থ পরিবারকে সহায়তার উদ্যোগ নিয়েছে গণফোরাম।

মঙ্গলবার (৩১ মার্চ) মতিঝিলের গণফোরাম কার্যালয়ে এ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

করোনা প্রতিরোধে সচেতনতা, অসহায় ও দুঃস্থদের সহায়তা টিমের জরুরি সভায় অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব লতিফুল বারী হামিমসহ খান সিদ্দীকুর রহমান, অ্যাডভোকেট হেলালউদ্দীন, নাসির হোসেন, রওশন ইয়াজদানী, মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, আসরান হোসেন খান রুমী প্রমুখ।

লতিফুল বারী হামিম বলেন, করোনা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুক এ লক্ষ্যে আমরা নিরাপদ থাকবো, দেশবাসীকে নিরাপদ রাখবো। এ স্লোগান নিয়ে বুধবার (১ এপ্রিল) থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবো। পর্যায়ক্রমে ২০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test