E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক আজ

২০১৪ আগস্ট ১০ ১০:১৯:০৫
স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক আজ

স্টাফ রিপোর্টার : সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি নির্ধারণে আজ রবিবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এদিন রাত সাড়ে ৮টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে বসবেন তিনি। পরদিন একইসময়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা।

বৈঠক দু’টির বিষয় নিশ্চিত করে খালেদার গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের প্রথম ধাপের কর্মসূচি নির্ধারণ বৈঠক দু’টিতে চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছেন খালেদা জিয়া।

রোজার শেষ দিকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে গিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। সর্বশেষ মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে বৈঠকেও আন্দোলন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

(ওএস/এইচআর/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test