E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার ইসরাইলি স্টাইলে নির্যাতন চালাচ্ছে : হান্নান শাহ

২০১৪ আগস্ট ১০ ১৬:৩৪:৩৬
সরকার ইসরাইলি স্টাইলে নির্যাতন চালাচ্ছে : হান্নান শাহ

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার দেশে ইসরাইলি স্টাইলে নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, ইসরাইলিরা গাজা নিয়ন্ত্রণে ট্যাংক বিমান ব্যবহার করছে, শিশুদের হত্যা করছে। তেমনি বাংলাদেশে বর্তমান সরকার র‌্যা জনগণের ওপর র‌্যাবব পুলিশ ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে জনগণকে হত্যা করছে। র‌্যাব-পুলিশ বিরোধীদের দেখা মাত্র গুলি করছে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘গাজায় ইসরাঈলী বর্বরতা : নীরব বিশ্ব বিবেক’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হান্নান শাহ বলেন, এই সরকার জনগণের সরকার নয়। যারা আইনের বাইরে গিয়ে এই সরকারের আনুগত্য করবে তাদেরকে আইনের কাছে জবাবদিহি করতে হবে।

এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে হান্নান শাহ বলেন, বিশ্ব জনমতের দিকে না তাকিয়ে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করে আমাদের নিজেদের শক্তি বাড়াতে হবে। সত্যিকার অর্থে তখন দেখা যাবে রাজপথে নেমে কে কতো সুকৌশলে রাজনৈতিক ফুটবল খেলতে পারে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঠে খেলতে হলে ১১ জনকে নিয়েই মাঠে নামতে হবে ১৫ জন নয়। খেলার সৎ সাহস থাকলে র‌্যাব-পুলিশ বাদ দিয়ে মাঠে নামুন। তখন দেখা যাবে কেমন খেলতে পারেন।

তিনি বলেন, যখন গণআন্দোলন শুরু হবে তখন অন্যায় টিকবে না, ন্যায়ের বিজয় হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

সদ্য ঘোষিত সম্প্রচার নীতিমালার বিরোধিতা করে হান্নান শাহ বলেন, এই সম্প্রচার নীতিমালা যদি আরো কয়েকদিন আগে হতো তাহলে হয়তো আমরা নারায়ণগঞ্জের ঘটনা জানতে পারতাম না। নীতিমালা বাস্তবায়ন হলে সরকারের অপকর্মের খবর আর প্রকাশ করা যাবে না।

বিদেশে অর্থ পাচার নিয়ে তারেক রহমানের নামে করা মামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে সুইস ব্যাংকে কার কতো টাকা আছে তা একাউন্ট নম্বরসহ প্রকাশ করবো।

এ সময় তিনি আন্দোলনে বিজয়ী হওয়ার জন্য জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর্নেল এম এ লতিফ, স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবু নাসের মোঃ রহমতুল্লাহ প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test