E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশকে অস্থিতিশীল করার ফল শুভ হবে না: হানিফ

২০১৪ আগস্ট ১২ ১৬:০৮:৫৫
দেশকে অস্থিতিশীল করার ফল শুভ হবে না: হানিফ

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করলে ফল শুভ হবে না।

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে হানিফ বলেন, “আপনার বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম। মির্জা ফখরুল সাহেব আপনি কোন গণতন্ত্র পুররুদ্ধারের কথা বলছেন। আপনারা ২০০১ সালের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কয়েক হাজার হিন্দু নারী ধর্ষিত হয়। আপনি কি দেশে সেই গণতন্ত্র ফিরিয়ে নিতে চান। সংবাদপত্রের জন্য মায়াকান্না করেন, ১৭ জন সাংবাদিককে হত্যা করেছিলেন আপনারা। আপনি কি সেই গনতন্ত্র ফিনিয়ে নিতে চান।”

তিনি বলেন, গতবছর দেশে যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড করেছেন তা দেশের মানুষ আর দেখতে চায় না। বাংলার মানুষ শান্তি চায়। অন্ধকারের মধ্যে যে গণতন্ত্র নিয়ে গিয়েছিলেন ওই গণতন্ত্রে দেশের মানুষ ফিরে যেতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।

হানিফ বলেন, 'বঙ্গবন্ধুর বিচারের রায় কার্যকর করে আমরা জাতিকে কলঙ্কমুক্ত করতে চাই। বিদেশে এখনও যারা পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে দুঃখ হয় যে পশ্চিমা বিশ্বের বড় বড় দেশগুলো বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিচ্ছে।

তিনি আরও বলেন, “তারা তো মানবাধিকারের কথা বলেন। কিন্তু কোন মাববাধিকারে তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিচ্ছে।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, '৯৬ সালের নির্বাচনে পরাজিত হয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিন ঘোষণ দিয়ে তিনি কেক কাটা শুরু করলেন। কারণ ওই সময় বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যক্রম শুরু হয়। তিনি খুনীদের বিচারের জ্বালা সইতে পারেন নাই।'

(ওএস/এটিআর/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test