E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলার আহবান ফখরুলের

২০১৪ এপ্রিল ১৯ ১৫:৩৫:০৩
তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলার আহবান ফখরুলের

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলার আহবান জানিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে তিনি এ আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বক্তব্য যে মিথ্যা তা কেউ এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কিন্তু লন্ডনে সৈয়দ আশরাফের বক্তব্যই প্রমাণ করে আওয়ামী লীগ সব সময় মিথ্যা কথা বলে।

তিনি বলেন, সরকার বিভিন্নভাবে বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ বাধা দেয়ার কথা বলছে। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন এবং নির্বাচন দিতে বাধ্য করতে হবে।

সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় ও নির্বাচন দিতে বাধ্য করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।

‘বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করে ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। যেহেতু জনগণ সেই নির্বাচনে ভোট দেয়নি, তাই বর্তমান সরকার ও সংসদ অবৈধ। এজন্য সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।

দুই দিনব্যাপী এই কাউন্সিল অধিবেশনে আগামীকাল রোববার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক সংসদ সদস্য আবু জাফর, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম।

এসময় আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এমকে আনোয়ার, ব্যারিষ্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

(ওএস/এটি/ এপ্রিল ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test