E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর 

২০২০ জুলাই ৩০ ১৭:৫৮:১১
স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধারীর নিউ ইস্কাটনে স্বেচ্ছাসেবক দলের সদ্যপ্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান বিএনপি মহাসচিব। এ সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাবুর (শফিউল বারী বাবু) এভাবে মৃত্যু- আরেকটা সত্য উদঘাটিত করেছে যে, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারেই ভঙ্গুর। এখানকার স্বাস্থ্যব্যবস্থার প্রতি যে মানুষ আস্থা রাখতে পারে না- বাবুর অসুস্থতা, চলে যাওয়া এটাই প্রমাণ করে।’

‘অনেকে অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ বাইরে চিকিৎসা করাতে যায় কেন? এজন্য যায় যে, এখানে আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয় না, ডায়াগনোসিসে সমস্যা হয়। সব ব্যবস্থা রোগীদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায়।’

শফিউল বারী বাবুকে ‘মেধাবী’ নেতা হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘বাবুর মতো একজন জনপ্রিয়, সচেতন রাজনৈতিক নেতা এভাবে চলে যাবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। তার অল্প সময়ের জীবনের ক্যারিয়ার বর্ণাঢ্য। তাকে শুধু বিএনপির জন্য নয়, তাকে দেশের মানুষের জন্য, মানুষের জন্য প্রয়োজন ছিল।’

‘তিনি এদেশের রাজনীতির ক্ষেত্রে একটা ব্যতিক্রম। আমি কিছুক্ষণ আগে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম- দুইটা বাচ্চা রেখে গেছে। মাথাগোঁজার ঠাঁইটুকু নেই। এখনও ভাড়া বাসায় থাকেন। এখন তার স্ত্রীকে অনেক পথ পাড়ি দিতে হবে। সবার কাছে একটাই অনুরোধ, তার স্ত্রী-সন্তানদের নিজেদের মানুষ মনে করে আমরা যেন এগিয়ে আসি এবং সহযোগিতার হাত বাড়াই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, তার সাথে দেখা করে বলেন যে, আমরা তার সাথে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলেছেন, আমি আছি তার সঙ্গে। আমরা সবাই তার সঙ্গে আছি, এই লড়াই শুধু তার স্ত্রী একা লড়বে না, তার সাথে আমরাও লড়ব।’

দুপুরে নিউ ইস্কাটনে শাইনপুকুর অ্যাপার্টমেন্টে প্রয়াত শফিউল বারী বাবুর বাসায় গিয়ে বিএনপি মহাসচিব বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। বাবুর ছোট দুই ছেলেমেয়ে ফাতেমা বারী তুহিন ও আয়হান বারী সাঈদকে কাছে নিয়ে আদর করেন মির্জা ফখরুল।

বিএনপি নেতা কামরুজ্জামান রতন, প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৩ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test