E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শোক দিবসে খালেদার মিথ্যা জন্মদিন পালন ন্যক্কারজনক: নৌপরিবহনমন্ত্রী

২০১৪ আগস্ট ১৫ ১৩:৩৪:৩৬
শোক দিবসে খালেদার মিথ্যা জন্মদিন পালন ন্যক্কারজনক: নৌপরিবহনমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : জাতির পিতা হত্যার দিনে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া আজকে মিথ্যা জন্মদিন পালন করছেন। জাতির পিতার মৃত্যুবার্ষিকীর দিনে এটা ন্যক্কারজনক। তাই সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা বলে ১৫ আগস্ট জন্মদিন পালন না করাই উচিত।'

শাজাহান খান বলেন, 'শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল তাদের পক্ষেই সম্ভব আজকে এই মিথ্যা জম্মদিন পালন করা। খালেদা জিয়া কি হলফ করে বলতে পারবেন তার জন্ম ১৫ আগস্ট? তিনি স্কুলছাত্রী থাকা অবস্থায় তার মা ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর নির্ধারণ করে দিয়েছিলেন। সুতরাং আজকে মিথ্যা জন্মদিন পালন করছেন। জাতির পিতা হত্যার দিনে এটা ন্যক্কারজনক।'

তিনি বলেন, 'বাঙালি জাতি কখনই মিথ্যাকে প্রশ্রয় দেয় না। সত্যকে প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি যেমন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তেমনি এ দেশের মানুষ আবার এই মিথ্যাকে ঝেটিয়ে বিদায় করবে। খালেদা জিয়া ও তার সহযোগী জামায়াত-শিবিরদেরও বিদায় করবে, সে সময় এসে গেছে। সুতরাং খালেদা জিয়ার উচিত সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। ১৫ আগস্ট তার জন্মদিন পালন না করাই উচিত।'

তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের বিচার হয়েছে, রায় হয়েছে। কিছু খুনিদের ফাঁসিও হয়েছে। বাকি যারা বিদেশে পলাতক অবস্থায় আছে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম সরকার চালাচ্ছে। তাদের ফিরিয়ে আনা হলে তাদেরও বিচার হবে।'

(ওএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test