E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধাওয়া-পাল্টা ধাওয়ায় সরব বিএনপি'র রাজনীতির ময়দান

২০২০ সেপ্টেম্বর ১২ ২৩:৩৯:০৫
ধাওয়া-পাল্টা ধাওয়ায় সরব বিএনপি'র রাজনীতির ময়দান

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, 'ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেটে যায়।' সরেজমিনে দেখা যায়, বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে। ওই প্রার্থীদের সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে মিছিল করছেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সেখানে থেমে থেমে মিছিল করছেন। আর কার্যালয়ের ভেতরে চলছে প্রার্থীদের সাক্ষাৎকার।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, 'তেমন বড় কিছু হয়নি।'

(ওএস/পি/সেপ্টেম্বর ১২, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test