E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে : ওবায়দুল কাদের

২০১৪ আগস্ট ১৬ ১৯:০৯:১২
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে : ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখনো আইন শৃঙ্খলার অবনিত বা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সৃষ্টি হয়নি যে কারণে জনগণ বিরোধীদলের আন্দোলনের সাথে সম্পৃত্ত থাকবে।’

তিনি আরো বলেন, ‘সংলাপের মাধ্যমে যে কোন সমস্যার সমাধাণ হয়। তবে শর্ত দিলে বিরোধী দলের সাথে সংলাপের পরিবেশ থাকে না।’

যোগাযোগমন্ত্রী শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পনীগঞ্জের মুছাপুর, চরএলাহীর নদী ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে এবং ত্রাণ বিতরণের পর সংবাদকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষির্কীতে বেগম খালেদা জিয়া জন্ম উৎসব পালন করেন। এটা অত্যন্ত দু:খজনক।


অতিবর্ষণ ও সড়কে ওভার লোডের কারণেই বর্ষাকালে রাস্তার দুরবস্থা সৃষ্টি হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর রমজানের আগেই ফোর লাইনসহ সারা দেশে সড়কে চলাচলে জনগণের আর এই ভোগান্তি থাকবে না।

রাস্তায় নিম্নমানের কাজের কারণেই সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কিছু নিম্নমানের কাজ হচ্ছে এটা সঠিক। তবে দুর্নীতিবাজের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।


মন্ত্রী আরো বলেন, মুছাপুর ক্লোজার নদী ভাঙন স্থায়ী প্রতিরোধ করতে ২শ’ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। আগামী শুকনো মৌসুমেও পিডিবি ১০ কোটি টাকার কাজ করবে।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সড়ক ও জনপদের নোয়াখালী বিভাগের নির্বাহী প্রকৌলী আবু হেনা মো. তারেক ইকবালসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test