E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশের যত সমৃদ্ধি সব শেখ হাসিনার হাত ধরে’

২০২০ সেপ্টেম্বর ২৮ ১৫:২৩:১৭
‘বাংলাদেশের যত সমৃদ্ধি সব শেখ হাসিনার হাত ধরে’

স্টাফ রিপোর্টার : ‘জামায়াত চুপচাপ আছে, আগুন সন্ত্রাসী বিএনপিও আপাতত ঘরে। তবে সুযোগ পেলেই আরও একটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টা হবে। তাই আমাদের সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বোয়ালখালীর সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন এসব কথা বলেন।

মোসলেম উদ্দিন বলেন, ‘আমাদের কর্মকাণ্ডই শেখ হাসিনার মর্যাদা বৃদ্ধি বা হানির কারণ। আমরা নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণে শত্রুদের হাতে এমন কিছু তুলে দিচ্ছি যা কারও জন্যই সুখকর নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের যত সমৃদ্ধি সব শেখ হাসিনার হাত ধরে। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এত বড় মহামারিতেও কেউ না খেয়ে থাকেনি। আজ আপনারা চাইলে আমার বক্তব্যে হাততালি দিতে পারছেন না। কারণ সবার হাতে মোবাইল ফোন। অথচ বিএনপি আমলে এই মোবাইল ফোনের দাম ছিল লাখ টাকা। শেখ হাসিনা চার-পাঁচটি অপারেটর কোম্পানিকে সুযোগ করে দিয়ে আজ আমাদের সহজেই কথা বলার সুযোগ করে দিয়েছেন।’

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর শতায়ু কামনায় দোয়া মাহফিল

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দোয়া ও মোনাজাতের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। মোনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের পেশ ইমাম মো. জাহাঙ্গীর আলম।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, ‘লালদিঘিতে হামলার পরও জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা চট্টগ্রাম সার্কিট হাউজে আমাদের নিয়ে বৈঠক করেছিলেন। প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময়ও জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। আমরা তার শতায়ু ও সফলতা কামনা করছি।’

তিনি বলেন, ‘রাখে আল্লাহ মারে কে? পুরো পরিবার নিহতের পরও তারা দুই বোন যেভাবে এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তা অতুলনীয়। তবে এ দেশের স্বার্থেই তাদের আরও দীর্ঘ আয়ু প্রয়োজন, কারণ এখনো অনেক কাজ বাকি।’

অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ম. শামশুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test