E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার করোনা নিয়ে বাণিজ্য করছে : ডা: জাফরউল্লাহ 

২০২০ নভেম্বর ৩০ ১৩:৪২:২৬
সরকার করোনা নিয়ে বাণিজ্য করছে : ডা: জাফরউল্লাহ 

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, সরকার করোনা নিয়ে বাণিজ্য করছেন এবং দেশে অবাধে নারী ধর্ষিত হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, দ্রব্যমূল্য উর্দ্ধগতি ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। তাই আসুন দ্রব্যমূল্য উর্দ্ধগতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং বাংলাদেশ থেকে চিরতরে নারী ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের জন্য দূর্বার আন্দোলন গড়ে তুলি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশে ধর্ষণ, শিশু নির্যাতন বিচারহীনতার প্রতিবাদে এবং দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯০’র ছাত্র গণঅভ্যত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও সাংবিধানিক অধিকার ফোরাম এর সভাপতি সুরঞ্জন ঘোষ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণস্বাস্থ কেন্দ্রের ট্রাষ্টি ডা: জাফরউল্লাহ চৌধুরী। আরো বক্তব্য রাখেন বিএনপি’র নেতা ফরিদ উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম রিপন আরো অন্যান্য নেতৃবৃন্দ।

(পিআর/এসপি/নভেম্বর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test