E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াতের বেহেশতে যাবার চান্স নেই: নৌমন্ত্রী

২০১৪ আগস্ট ২৩ ১৪:১৬:৪৩
জামায়াতের বেহেশতে যাবার চান্স নেই: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি : ‘কোরআন হাদিস যদি সত্য হয়, তাহলে একথা নিশ্চিত যে জামায়াতে ইসলামের বেহেশতে যাবার কোনো চান্স নেই। নিশ্চিন্তভাবে তারা জাহান্নামে যাবে। কারণ ধর্মের নামে যারা কুরআন শরীফ হাতে নিয়ে যত সব মিথ্যা ও অপকর্ম করছে। এটা কোনো ধর্মের কাজ হতে পারে না।’ বলে মন্তব্য করেন নৌমন্ত্রী শাজাহান খান।

শনিবার সকাল ১১টায় মাদারীপুরে ‘স্বাধীনতা অঙ্গন’ লেকেরপাড়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব মন্তব্য করেন তিনি।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপিও ধর্মকে তাদের অপকর্মের জন্য ব্যবহার করেছে। ধর্ম কারো অপকর্মের দালাল হতে পারে না। ধর্ম পবিত্র জিনিস। ধর্মকে ব্যবহার করে অপকর্ম করার জন্য ব্রিটিশ আমল থেকেই তারা ব্রিটিশের দালালি করেছে। পাকিস্তানের দালালি করেছে জামায়াতে ইসলাম।’

মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুল হক ভূইয়া, ফরিদপুর জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম মিয়া, মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

(এএসএ/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test