E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরো একটি ২১ আগস্টের ষড়যন্ত্র হচ্ছে: আমু

২০১৪ আগস্ট ২৩ ২০:৩৭:০২
আরো একটি ২১ আগস্টের ষড়যন্ত্র হচ্ছে: আমু

স্টাফ রিপোর্টার : আরো একটি ২১ আগস্ট ঘটানোর জন্য বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা-১০ আসন আওয়ামী লীগ।

`২১ আগস্ট এর বিচার নিয়ে আওয়ামী লীগ প্রতিহিংসা ও প্রহসনের বিচার করছে’ বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে আমির হোসেন আমু বলেন, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাওয়ায় তারা(বিএনপি) ব্যর্থ হয়ে পাগলের মত প্রলাপ বকছে। আওয়ামী লীগের ইতিহাসে প্রহসনের বিচারের নজির নেই। বঙ্গবন্ধু হত্যার বিচারের মত এই মামলার বিচারও স্বচ্ছভাবে করা হবে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিএনপি হালে পানি পাচ্ছে না। আন্দোলনের ডাক দিয়ে পিছিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি, তারা আবার ১৫, ২১ আগস্টের মত ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে। বিদেশে বসে ষড়যন্ত্র করে হঠাৎ উদ্ভব ঘটাবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই শক্তিশালী এখন আর তারা সেটা পারবে না।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test