E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনায় আ.লীগের সম্মেলন, নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন

২০১৪ আগস্ট ২৭ ১৪:৩১:৫০
খুলনায় আ.লীগের সম্মেলন, নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন

খুলনা প্রতিনিধি : আগামী ৭ সেপ্টেম্বর সদর থানা এবং ২০ দিন পর খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে কাউন্সিলররা নির্ধারণ করবেন আগামী দিনের নতুন নেতৃত্ব। এই দুই সম্মেলনকে ঘিরে চলছে নানা হিসাব নিকাশ। তরুণ প্রজন্ম চাইছে নেতৃত্ব গ্রহণ করতে অন্যদিকে ক্ষমতাসীনরা চাইছেন নেতৃত্ব ধরে রাখতে। এদিকে দলীয় প্রধানের নতুন পুরাতনের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ ভাবিয়ে তুলেছে খুলনার অনেককেই।

দলীয় সূত্র জানায়, সদর থানা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ৮ জানুয়ারি। এই সম্মেলনে আজমল আহম্মদ তপন সভাপতি এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালের ৮ জানুয়ারি কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলেও শীর্ষ নেতৃত্বের মত পার্থক্যের কারণে নির্ধারিত সময় পার গেলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ফলে মাত্র দুই সদস্যের কমিটি দিয়ে দীর্ঘ প্রায় ১১ বছর ধরে চলে আসছে থানা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মক। যার বিরূপ প্রভাব পড়ে বিগত সিটি করপোরেশন, জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন সংগ্রামে।

এদিকে, চলতি বছর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে উদ্যোগ নেয় দলটির কেন্দ্রীয় কমিটি। যার ধারাবাহিকতায় গত ১৪ জুন নগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় নগরীর থানা আওয়ামী লীগের নতুন করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ইতোপূর্বে নগরীর চার থানায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র মতে, দীর্ঘ দিন পর সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। ব্যাপক কর্মতৎপরতা শুরু করেন নেতৃত্ব প্রত্যাশীরা। নতুন পুরাতন মিলে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে জোরে-সোরেই। সভাপতি পদ প্রার্থীদের মধ্যে বর্তমান সভাপতি আজমল আহম্মদ তপন এবং বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদের জন্য নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহামুদ ডন, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম এবং সাবেক যুবলীগ নেতা মফিদুল ইসলাম টুটুলের নাম উঠে এসেছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, পদ প্রত্যাশীরা নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার আশির্বাদপুষ্ট হয়ে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। তাদের একটি সাইফুল ও ফকির সাইফুল একটি এবং তপন ও ডন অপর প্যানেল। এছাড়া টুটুল একক প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। খুলনায় দীর্ঘদিন থেকে চলে আসা এ গ্রুপিং নিরসন করতে সাইফুল ইসলামকে সভাপতি এবং জেড এ মাহমুদ ডনকে সাধারণ সম্পাদক করে সদর থানা আওয়ামী লীগের কমিটি গঠনের কত শোনা যাচ্ছে। তবে সাইফুল ইসলাম খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্যও আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া এই পদের জন্য অনেক নেতাই এখন কেন্দ্রীয় নেতাদের আশির্বাদ পেতে ঢাকায় অবস্থান করছেন।

দলীয় সূত্র আরো জানায়, প্রথমে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা থাকবে। না হলে কাউন্সিলদের ভোটে নেতা নির্বাচিত করা হবে। সমঝোতায় রাজি হয়ে কোন প্রার্থী সরে দাঁড়ালে সেক্ষত্রে তাকে নগর কমিটিতে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শেষ অবধি কোন পন্থায় সদর থানা আওয়ামী লীগের নেতা নির্বাচিত হবে তা আগাম বলা মুশকিল। তবে নেতৃত্বে নতুন মুখ আসতে পারে বলে অনেকেই মনে করছেন।

এদিকে, সম্মেলনের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের উদ্বিগ্নের মাত্রা ততই বাড়ছে। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে কাউন্সিলর থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। একই সাথে প্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণে নগর কমিটির শীর্ষ নেতাসহ নিজের ছবি দিয়ে ব্যানার-ফেসটুন ও পোস্টার সাটানোর প্রস্তুতি নিয়েছেন। প্রার্থীদের সবাই নিজেদের যোগ্য মনে করেন এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সবার দাবি একটাই মাঠ পর্যায়ের পরীক্ষিত কর্মীরা তাকে চান।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test