E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর জেলা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

২০১৪ আগস্ট ২৭ ১৮:৩৩:৫০
শেরপুর জেলা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপি’র এক কর্মী সভা বুধবার বিকেলে শহরের রঘুনাথ বাজার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনাম আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মীসভায় প্রধান অতিথি ড. এনাম আহমেদ চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। কেন্দ্রের নির্দেশ আসামাত্র সবাইকে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি শেখ হাসিনা সরকারকে মিথ্যুক, ওয়াদা বরখেলাপকারী, ফাঁসিবাদী সরকার হিসেবে উল্লেখ করে বলেন, এ সরকার এমনিতে ক্ষমতা ছাড়বেনা। তাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। এজন্য সবাইকে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে কর্মসভায় বলা হয়, রাত যতো গভীর হয়, ভোরের আলো ফোটার সময়ও তত ঘনিয়ে আসে। ভয় পাওয়ার কোন কারণে নেই। ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতের প্রসঙ্গ উল্লেখ বলা হয়, এই সরকার আওয়ামী জাহেলিয়াতের সরকার। তাদের সময়ও ফুরিয়ে এসেছে। আজ যারা এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মামলা-হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন, সামনে ২০ দলীয় জোট ক্ষমতায় আসলে তাদেরকে যথাযথ মুল্যায়ন করা হবে।

জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ, সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ বাদল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, আওয়াল চৌধুরী, বিজেপি নেতা আব্দুর রশিদ বিএসসি প্রমুখ বক্তব্য রাখেন ।

কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা শেরপুর জেলায় এই সরকারের আমলে এত নির্যাতন-জুলুমের পরও বিএনপি ৪ টি পৌরসভার মধ্যে তিনটি এবং ৪ উপজেলায় শেষ হওয়া নির্বাচনে তিনটি চেয়ারম্যান ও ৬ টার মধ্যে ৫টি ভাইস চেয়ারম্যান পদ পেয়েছি। শেরপুরের সাংগঠনিক অবস্থাও এখন আগের চাইতে ভালো। তবে তারা অঙ্গ সংগঠনগুলোর হালনাগাদ কমিটি করার জন্য তাগিদ অনুভব করেন।

কর্মীসভায় এ কর্মীসভায় জেলা, উপজেলা, শহর বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এইচবি/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test