E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

২০১৪ আগস্ট ২৮ ১১:৪৮:৪৬
বরিশালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বরিশাল প্রতিনিধি : বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভূক্তি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। বুধবার রাত সোয়া সাতটায় বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজের বাসভবনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে।

নগর ছাত্রলীগের নেতারা জানান, ২৫ আগস্ট ছাত্রলীগের বরিশাল বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতারা নগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেন। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম বিতর্কিতদের কমিটিতে অর্ন্তভূক্তি না করার জন্য বলেন। বুধবার সকালে সাংসদ জেবুন্নেছা আফরোজ ঢাকা থেকে বরিশালে আসলে লঞ্চ ঘাটে নগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন এবং বিএম কলেজের অস্থায়ী কর্ম পরিষদের ভিপি মঈন তুষারের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এরপর ফের বিকেলে সাংসদ জেবুন্নেছা আফরোজের কাশীপুরেরর একটি সভায় মঈন তুষারের এক সমর্থকে আহত করা হয়। এর রেশ ধরে রাত সোয়া সাতটায় সাংসদের সামনেই উপস্থিত জসিমউদ্দিনের উপর চড়াও হন মঈন তুষার। এতে জসিম আহত হলে তার সমর্থকরা মঈন তুষারসহ নাহিদ সেরনিয়াবাত, পাসপোর্ট সোহাগ মিলিয়ে ৮/৯ জনকে আহত করে।

কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার এমএম মাহমুদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি।

(বিএস/এইচআর/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test