E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধান কেটে দেয়া শুরু করল কৃষক লীগ

২০২১ এপ্রিল ২১ ১৪:৪৫:৩০
ধান কেটে দেয়া শুরু করল কৃষক লীগ

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলা সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওরে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার জমির ধান কেটে দিয়ে সারাদেশে 'ধান কাটা' উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ কৃষক লীগ।

বুধবার (২১ এপ্রিল) ধান কাটার দিনে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছরে বাংলাদেশ কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। বৈশ্বিক মহামারি করোনার কারণে কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে গোলায় তুলে দেয়। গতবারের মতো এবারও বাংলাদেশ কৃষক লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিবে।

এ সময় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের ধান কেটে গোলায় তুলে দিয়ে পাশে দাঁড়াতে আহ্বান জানান কৃষক লীগের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন এবং কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test