E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদালত কাকে ‘রং হেডেড’ বলেছিল? প্রশ্ন ফখরুলের

২০১৪ আগস্ট ৩১ ১৮:৩৬:৪৫
আদালত কাকে ‘রং হেডেড’ বলেছিল? প্রশ্ন ফখরুলের

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সর্বোচ্চ আদালত কোন নেতাকে “রং হেডেড” বলেছিল?

আজ রবিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ প্রশ্ন করেন।

তিনি বলেন, “আদালত খালেদা জিয়াকে নয়, শেখ হাসিনাকেই বলেছিলো।”

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “অনুরোধ করি, দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, শিষ্টাচারবহির্ভূত কথা বন্ধ করে জনগণের সমস্যা নিয়ে চিন্তা করুন।”

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ১৫ আগস্ট জন্মদিন পালন করায় খালেদা জিয়াকে ‘বিকৃত চরিত্র ও মানসিকতার’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর জবাবে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তাঁর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত তো বটেই, ভয়ংকরও। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে তিনি খুনি বলছেন।’

ফখরুল অভিযোগ করেন এখন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, এখন ঘরে বাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই।

তিনি বলেন, বিএনপির ওপর একের পর আঘাত এসেছে, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি দলীয় নেতা-কর্মীদের এ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test