E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নয়, বাংলাদেশই এখন সংকটে : ফখরুল

২০১৪ সেপ্টেম্বর ০১ ১২:০৯:০২
বিএনপি নয়, বাংলাদেশই এখন সংকটে : ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন কোন সংকটে নেই। বরং বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট চলছে।

সোমবার বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন গণতন্ত্র ও দেশের অস্তিত্ত্ব ঠিকিয়ে রাখাই বড় সংকট। প্রধানমন্ত্রী যেভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন তাতে রাজনীতি কলুষিত হচ্ছে।

সোমবার সকাল ১১টা ২০মিনিটে বেগম খালেদা মাজারে আসেন। এ সময় তার সাথে দলের কেন্দ্রী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।

এর আগে এ জন্য সোমবার সকাল ৬টা থেকেই রাজধানীর শেরে বাংলানগর এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

এদিকে দিনটি উপলক্ষ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সেখানে বিনামূল্যে রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test