E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদের উপস্থিতিতে জাপার সম্মেলন পণ্ড

২০১৪ সেপ্টেম্বর ০১ ১৭:৫৩:১৭
এরশাদের উপস্থিতিতে জাপার সম্মেলন পণ্ড

রাজশাহী প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের উপস্থিতিতে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন পণ্ড হয়ে গেছে। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বর্ণালীর মোড় ডেসটিনি মাঠে সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের পূর্ব নির্ধারিত সময় ছিল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এইচ এম এরশাদ। বিশেষ অতিথি ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর। তবে প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর ছাড়া অন্য দুজন অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বিশেষ বক্তা ছিলেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।

এদিন দুপুর ১টায় মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেয়া শুরু করেন পার্টির স্থানীয় নেতারা। একপর্যায়ে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাহাবুদ্দিন বক্তব্য শুরু করেন।

এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু মহানগর নেতা মো. শাহাবুদ্দিনের কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন এবং তাকে মারধর করেন। এর ফলে সম্মেলন স্থলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এরপর জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করেন।
শাহাবুদ্দিন বাচ্চু বক্তব্য শুরু করলে এরশাদ উঠে গিয়ে বাচ্চুর কাছ থেকে লাউড স্পিকার কেড়ে নেন। এ সময় এরশাদ উপস্থিত পার্টির নেতাকর্মীদের বলেন, “সম্মেলন স্থগিত করা হলো। ঢাকায় গিয়ে এ ব্যাপারে চিন্তাভাবনার পর সিদ্ধান্ত দেয়া হবে।”

এরশাদ আরো বলেন, “আগামী তিন মাস পর রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি আবারো রাজশাহী এসে সে কমিটি ঘোষণা করব।” এরপর তিনি সম্মেলন স্থল ত্যাগ করেন।

এর আগে দুপুর ১২টায় এরশাদ একটি ভাড়া করা হেলিকপ্টারে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে পার্টির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এরশাদ বর্তমানে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখানে তিনি পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test