E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুনীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ০২ ১৫:১৬:১৪
খুনীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : খুনীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানী শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যাদের হাত পিতা হত্যার রক্তে রঞ্জিত তাদের সঙ্গে আগামী একশ বছরেও কোনো সমঝোতা হবে না।"

নাসিম বলেন, 'খুনীদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। শুধুমাত্র ভোটের জন্যে কোন অশুভ শক্তির সঙ্গে হাত মেলাবো না।'

তিনি বলেন, "৫ তারিখে নির্বাচন না হলে দেশে মার্শাল ল' জারি হতো। থাইল্যান্ডের মতো পরিস্থিতি দেখা দিত। রাস্ট্র ক্ষমতায় সেনাবাহিনী থাকত, কোন সিভিলিয়ান থাকতে পারতো না।"

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, বিএমএ’র মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test