E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারকে বেহায়া বললেন ফখরুল

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১৯:০১:৩৫
সরকারকে বেহায়া বললেন ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সরম নেই, তারা বেসরম ও বেহায়া সরকারের পরিণত হয়েছে। যদি তাদের সরম থাকতো তাহলে ৫ জানুয়ারি একটি অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করতেন না এবং বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় অভিযুক্ত করতেন না।

বুধবার বিকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের একটি চিরকুটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুদুক কর্তৃক জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের দুর্নীতি মামলা দুটিতে বেগম খালেদা জিয়ার কোন স্বাক্ষর পাওয়া যায়নি। এতেই বুঝা যায় মামলা দুটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সরকার কতটুকু বেসরম ও বেহায়া হয়ে এই কাজ করতে পারে।

রাজনীতি থেকে জিয়া পরিবারকে নির্মূল করার লক্ষেই দুদুককে দিয়ে সরকার খালেদা ও তারেক রহমানের নামে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের দুর্নীতি মামলা দুটি করেছে বলে অভিযোগ করেন তিনি।

বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার হাজিরা দেয়ার সময় আদালত প্রাঙ্গণে পুলিশ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান তিনি। ফখরুল বলেন, যে সকল পুলিশ সদস্য বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুঁড়েছেন অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বগুড়া জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করে। কিন্তু আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা সরকারের সন্ত্রাসীর বাহিনীতে পরিণত হয়ে সেই মিছিলের উপর হামলা চালায়। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

দেশে বতর্মানে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই ১/১১ সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নিজেদের সকল ভুল-ক্রটি ভুলে গিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, বিএনপি এখনও সুসংগঠিত নয়। বিএনপিকে সংগঠিত করে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে কারণ সোজা আঙ্গুলে সরকার কথা শুনবে না। তাই আঙ্গুল বাঁকা করতেই হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test