E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ফখরুলের স্থায়ী জামিন

২০১৪ সেপ্টেম্বর ০৪ ১২:০২:২৫
পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ফখরুলের স্থায়ী জামিন

স্টাফ রিপোর্টার : পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে ২০৫ ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনটিও মঞ্জুর করা হয়।

এ মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনজীবীর মাধ্যমে হাজিরা দেবেন।

ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী বৃহস্পতিবার এ স্থায়ী জামিন দেন।

এ মামলায় মির্জা ফখরুলের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত বছরের ২৫ ডিসেম্বর হরতার-অবরোধ চলাকালে কর্তব্যরত অবস্থায় রাজধানীর বাংলামোটর মোড়ে পেট্রোলবোমায় নিহত হন কনস্টেবল ফেরদৌস খলিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুলসহ ১৬ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test