E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ’লীগের মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক প্রস্তুতি ছিল না’

২০১৪ সেপ্টেম্বর ০৪ ১৮:২৭:৫৩
‘আ’লীগের মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক প্রস্তুতি ছিল না’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক প্রস্তুতি ছিল না।

তাহলে কীভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিলেন? বলে প্রশ্ন করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বই থেকে কিছু অংশ উদ্ধৃত করে রফিকুল ইসলাম মিয়া বিষয়টির অবতারণা করেন।

বিএনপির এ নেতা বলেন, এসব কথা বলায় তারেক রহমানকে সমালোচনা করা হচ্ছে। আওয়ামী লীগের উচিত সত্য স্বীকার করে ক্ষমা চাওয়া। আর এটা নিয়ে কথা বলায় তাদের উচিত তারেক রহমানকে অভিনন্দন জানানো।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, মানুষ যখন যুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলে নিল, লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এ ঘোষণা দিতে তাদের কোনো প্রস্তুতিও ছিল না। এ কে খন্দকার তাঁর বইয়ে সেটা স্পষ্ট করে বলেছেন। আওয়ামী লীগ ওই সময় দুর্ভাগ্যজনকভাবে তাদের দায়িত্ব পালন করেনি।

ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন্নেসা তাহমিদা খাতুন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ড্যাবের নেতা আবদুস সালাম, এস এম রফিকুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test