E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির ওপরও জনগণ অসন্তুষ্ট- গয়েশ্বর

২০১৪ সেপ্টেম্বর ০৫ ১৪:৫০:৪৯
বিএনপির ওপরও জনগণ অসন্তুষ্ট- গয়েশ্বর

স্টাফ রিপোর্টার : জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটনার অভিযোগে আওয়ামী লীগের নেতাদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আওয়ামী লীগের নেতারা জিয়ার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য দিচ্ছেন। এর জন্য আওয়ামী লীগৈর নেতাদের ফাঁসিই যথেষ্ট নয়। আরো বড় শাস্তি পাওয়া উচিত।

সাবেক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটির লেখা প্রসঙ্গে তিনি বলেন, তিনি সত্য লিখেছেন বলেই আওয়ামী লীগের গা-জ্বালা করছে। কারণ যে ব্যক্তি জয় পাকিস্তান বলবে, সেই ব্যক্তিই আওয়ামী লীগের কাছে দোষী।

আওয়ামী লীগ দেশের সব কিছুই মুজিব কোর্টের ভেতরে ঢুকাতে চায় বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ শুধু আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ নয়, বিএনপির উপরও অসস্তুষ্ট। কারণ বিএনপি জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে পারছে না। একই সাথে তিনি বলেন, হাতাশ হওয়ার কিছুই নেই, জয় আমাদের সুনিশ্চিত।

আয়োজক সংগঠনের সভাপতি হাজি মো. লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. আহমদ আযম খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test