E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এ কে খন্দকারের বই

যত বাজেই হোক বাজেয়াপ্ত চান না: অর্থমন্ত্রী

২০১৪ সেপ্টেম্বর ০৫ ১৫:১০:১৫
যত বাজেই হোক বাজেয়াপ্ত চান না: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের বই বাজেয়াপ্ত করার দাবিকে নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি অন্যের বইয়ের প্রতি ঘৃণা ও ভিন্ন মত প্রকাশে আরেকটি বই প্রকাশের পরামর্শ দেন।

শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি চত্বরে ‘মহানগর বই উৎসব-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমি’র সহযোগিতায় ‘বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’ এ বই উৎসবের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, গতকাল সংসদে একটা দাবি উঠেছে, আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি। যত বাজেই হোক কোনো বই বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না।

কোনো বইয়ের প্রতি ঘৃণা প্রকাশ বা ভিন্নমত প্রকাশ করতে চাইলে আরেকটি বই প্রকাশের পরামর্শ দেন অর্থমন্ত্রী।

এ সময় তিনি এই বইমেলার সাফল্য কামনা করেন। গ্রমাঞ্চলেও বই মেলার আয়োজন করা দরকার বলে অভিমত প্রকাশ করেন।

মাওলানা আবদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস,
পাবলিক লাইব্রেরির মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

পরে মন্ত্রী অতিথিদের নিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। এ বই উৎসব আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উৎসবে বাংলা একাডেমি ও শিশু একাডেমিসহ ৪৩টি বেসরকারি সৃজনশীল প্রকাশনী অংশ নিচ্ছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test