E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আল-কায়েদার সঙ্গে তারেকের যোগসূত্র অস্বাভাবিক নয়

২০১৪ সেপ্টেম্বর ০৬ ১৭:৫৫:২৩
আল-কায়েদার সঙ্গে তারেকের যোগসূত্র অস্বাভাবিক নয়

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়।

তিনি বলেন, ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এ ইতিহাস সবাই জানে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হবার পর থেকে আইএসআইয়ের দ্বারা পরিচালিত হয়ে আসছে। তারেক রহমানও আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, তার তথ্যপ্রমাণ আছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, এ কে খন্দকার নিজেই তার বইয়ে লিখেছেন, বয়সের কারণে তার চিন্তাশক্তি লোপ পেয়ে গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাইরের কোনো অপশক্তি তাঁকে দিয়ে এই সমস্ত বিভ্রান্তিকর কথা লিখিয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test