E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একে খন্দকার ইতিহাস বিকৃত করছেন : হাসান মাহমুদ

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১৪:৪৫:০২
একে খন্দকার ইতিহাস বিকৃত করছেন : হাসান মাহমুদ

স্টাফ রিপোর্টার : জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এ কে খন্দকার ষড়যন্ত্রকারী কুশীলবদের খপ্পরে পড়ে এখন ইতিহাস বিকৃত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু একাডেমি আয়োজি 'চলমান রাজনীতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ বলেন, এ কে খন্দকার মোশতাকের সঙ্গে হাত মিলেয়ে বঙ্গবন্ধু হত্যায় যেমন জড়িত ছিলেন, জিয়ার সাথে আতাঁত করে রাষ্ট্রদূতের চাকরি জুটিয়েছিলেন। অন্যদিকে এরশাদের আমলে রাষ্ট্রদূতের চাকির এবং মন্ত্রীত্ব উপহার পেয়েছিলেন তিনি।

তিনি বলেন, পরবর্তীতে সেক্টর কমান্ডার ফোরামের নেতা হয়ে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীত্ব লাভ করেন তিনি। তিনি সর্বদলীয় সরকারেরও মন্ত্রী ছিলেন। যদি তিনি এতই সত্য কথা লিখবেন তাহলে মন্ত্রী থাকা অবস্থায় কেন লিখলেন না?

তিনি বলেন, তিনি ষড়যন্ত্রকারীদের খপ্পরে পরেড়ছেন বলে এমন ঘৃণিত কাজ করতেও তার বাঁধছে না। এমন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের পাতায় আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়। আল্লাহর কাছে প্রার্থনা করি শিগগির তিনি ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবেন।

সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে তিনি বলেন, জনগণের ক্ষমতা সুরক্ষিত করতেই এ সংশোধণী করা হচ্ছে। আগে বিচারপতিদের অপসারণে স্বচ্ছতা ছিল না। এ সংশোধনীর মাধ্যমে জনগণের প্রতিনিধিদের মাধ্যমে তাদের অপসারণে স্বচ্ছতা ফিরিয়ে আনা হচ্ছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test