E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেক রহমান মুর্খের মতো কথা বলেছে: হানিফ

২০১৪ এপ্রিল ২৩ ১৫:২৭:৫৭
তারেক রহমান মুর্খের মতো কথা বলেছে: হানিফ

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মুর্খের মতো কথা বলেছে। তারেক যে বক্তব্য দিয়েছে এটা তার নিজের বক্তব্য নয়। তাকে দিয়ে এটা বলানো হয়েছে। কারণ পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রকে এখনও অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে অর্থ খরচ করে এজেন্ট রেখেছে। খালেদা জিয়া সেই এজেন্টের দায়িত্বের কাজ করছে।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান স্বাধীনতার ৪৩ বছর পর ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি’র তিস্তা নদীর পানির জন্য লংমার্চ করার উদ্দেশে হানিফ বলেন, তিস্তা নদীর পানি এটা জনগণের দাবি, দেশের দাবি ও সরকারের দাবি। পানি সমস্যা নিয়ে সরকার কাজ করছে। ভারতে নির্বাচন হচ্ছে নতুন সরকার গঠন হওয়ার পর আলোচনা করে পানির সমস্যা সমাধান করা হবে। এর জন্য লং মার্চ করার কি প্রয়োজন।

তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন পানি সমস্যা নিয়ে ভারতে গিয়েছিলেন। ভারত সফর শেষে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পানি সমস্যা সমাধানের বিষয়ে কি আলোচনা হয়েছে।

আপনি সেদিন সাংবাদিকদের বলেছিলেন, পানি নিয়ে কথা বলার কথা আপনার মনে নেই। সেদিন পানির এজেন্ডা নিয়ে আপনি ভারতে সফরে গিয়েছিলেন আর সেটা নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন। আর আজ আপনি পানি নিয়ে লংমার্চ করছেন।

হানিফ বলেন, এটা ভাওতাবাজি। এই ভাওতাবাজি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করেন। দেশের মানুষ আপনার ও আপনার ছেলের ভাওতাবাজি বুঝে গেছে।

আওয়ামী লীগগের এই নেতা বলেন, পাকিস্তানের মানসিকতা ছিল আমাদের ওপর অবহেলা। প্রতিটি ক্ষেত্রে আমাদের অবহেলা করতো তারা। সেই দিনে অবহেলার প্রতিবাদ শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সেই দাবির ধারাবাহিকতায় শেখ মজিবুর রহমান ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) আহবায়ক প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিৎ রায় নন্দি, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সাবেক ছাত্রনেতা বরলাম পোদ্দার, রঞ্ছিত কুমার শাহা, এসএম সাইদুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এমএ করিম প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test