E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার সংগ্রাম চলবেই: ফখরুল

২০১৪ সেপ্টেম্বর ১০ ১৫:২৫:৫৬
দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার সংগ্রাম চলবেই: ফখরুল

স্টাফ রিপোর্টার : ‘দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ে আজীবন আপোসহীন সংগ্রাম চলবেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।’ বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার খালেদা জিয়ার কারামুক্তি ৭ম দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কেড়ে নেয়া অধিকার পুনরুদ্ধার করার লক্ষে্য শহীদ জিয়ার জাতীয়তাবাদী ও গণতন্ত্রের রাজনীতির পতাকাকে উত্তোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে উপস্থিত হন। আর সেখান থেকে তিনি এই দেশে সব অগণতান্ত্রিক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন। ফলে জনগণ তাঁকে আপোসহীন নেত্রী বলে অভিষিক্ত করেছে।

ফখরুল বলেন, জাতীয় স্বার্থরক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবিচল সংগ্রাম চক্রান্তকারী কোন শক্তিই তাঁকে পরাভূত করতে পারেনি। দীর্ঘ ৯ বছরের সামরিক শাসনবিরোধী নিরবচ্ছিন্ন আন্দোলনে স্বৈরাচারকে পরাজিত করে তিনি দেশে সাংবিধানিক গণতন্ত্রের ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, খালেদা জিয়া মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশী-বিদেশী চক্রান্তকারীরা তাঁর কাছ থেকে স্বার্থ আদায় করতে না পেরে আবারো নতুন করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে ওই বছরে তৎকালীন তত্তাবধায়ক সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করে।

ফখরুল আরো বলেন, জনগণের অকুন্ঠ সমর্থন ও আস্থা এবং দেশ ও জনগণের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় কমিটমেন্টে ষড়যন্ত্রকারীদের কুটকৌশল ব্যর্থ হয়ে যায় এবং এক বছর পরে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test